এ যেন মগের মুলুক! ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। হ্যাঁ, যাত্রীদের সমস্যায় ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া নিউ কমপ্লেক্সের ক্যাবওয়ে। বন্ধ থাকবে ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মও। ওই রাস্তা ও প্ল্যাটফর্ম থেকে সমস্ত ট্রেন, যান ও যাত্রী চলাচল বন্ধ থাকবে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। জানা গিয়েছে, ২২ নম্বর প্লাটফর্মও শেষ প্রান্তে মূল অনুষ্ঠান মঞ্চে হাজির থাকার জন্য মাত্র ২২টি ভিআইপি পাস দেওয়া হবে। ২৩ নম্বর প্ল্যাটফর্মে ৫০০ সিটে বসবেন আমন্ত্রিতরা।
প্রসঙ্গত, মঙ্গলবারই ক্যাবওয়েটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা কর্মীদের দিয়ে। গার্ড রেল দিয়ে আটকানো হয়েছে রাস্তার চার দিক। ২৩ নম্বর প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ। পুরো স্টেশনে চলছে রং করার কাজ। পাশাপাশি একাধিক ট্রেনও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব রেল।সকাল ৯.১৮-র যে উলুবেড়িয়া লোকালটি হাওড়া আসার কথা তা সাঁতরাগাছিতে এসে যাত্রা শেষ করবে। ৯.৩৭-এ হাওড়া আসে যে পাঁশকুড়া লোকাল ও ১০ঃ৪৫ সময়ের মেচেদা লোকাল তা সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে। ১০ঃ৫৫ ও ১১ঃ০৫ মিনিটে যে পাঁশকুড়া ও উলুবেড়িয়া লোকাল হাওড়া আসে, তা সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যাবে। দক্ষিণ পূর্ব রেলের ট্রেনগুলি যেহেতু নিউ কমপ্লেক্সে আসে, সেখানেই উদ্বোধনী অনুষ্ঠান ফলে এই সিদ্ধান্ত।
