কোভিডের সময়ে সব ব্যবসার মতোই ধাক্কা খেয়েছিল আবাসন শিল্প। রিয়েল এস্টেট সেক্টরের আরও বড় মাথাব্যথার কারণ ছিল, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়িগুলি কেনার মতো লোক মিলবে তো? একুশে সেই মেঘ অনেকটাই কেটেছিল। তবে চলতি বছরে তা আশাতীত বৃদ্ধি পেয়েছে। তারমধ্যে কলকাতা ফ্ল্যাট বিক্রিতে দেশের প্রায় সব বড় শহরকে টেক্কা দিল ।
রিয়েল এস্টেট সংক্রান্ত গবেষণা সংস্থা অ্যানারক ইন্ডিয়া তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ফ্ল্যাট বিক্রিতে রেকর্ড গড়েছে কলকাতা। ২০২১-এ কলকাতায় ফ্ল্যাট বিক্রি হয়েছিল ১৩ হাজার ১০০টি। এবার সেটা বেড়ে হয়েছে ২১ হাজার ২২০টি।
সারা দেশেই ফ্ল্যাট বিক্রি বেড়েছে ২০২২-এ। একুশের তুলনায় এ বছরের বৃদ্ধির জাতীয় গড় ৫৪ শতাংশ। কলকাতায় সেটা ৬২ শতাংশ। গোটা দেশে গত বছর ফ্ল্যাট বিক্রি হয়েছিল ২ লক্ষ ৩৬ হাজার ৫১৬টি। অ্যানারকের তথ্য অনুযায়ী চলতি বছরে সেটা গিয়ে ঠেকেছে তিন লক্ষ ৬৪ হাজার ৮৭৩-তে।