মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে ক্রমাগত বেড়েছে হিন্দি আগ্রাসন। দেশজুড়ে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে নানান মহলে। বিজেপির নেতা-মন্ত্রীরাও বারবার হিন্দির পক্ষেই সওয়াল করেন। এবার হিন্দিতে কথা না বলায় মাদুরাই এয়ারপোর্টে হেনস্থার শিকার হলেন অভিনেতা সিদ্ধার্থ এবং তাঁর বাবা-মা।
উল্লেখ্য, দক্ষিণী তারকা নিজেই ইনস্টাগ্রামে ঘটনার কথা লিখেছেন। তিনি জানিয়েছেন, হিন্দি না বলায় সিআইএসএফ জওয়ানরা, তাঁর বাবা-মায়ের ব্যাগ থেকে কয়েন ফেলে দেন। বারবার ইংরেজিতে কথা বলার অনুরোধ করেও কাজ হয়নি। সিদ্ধার্থর দাবি, ব্যাগ থেকে কেন কয়েন বের করতে হবে প্রশ্ন করতেই জওয়ানরা বলেন, “এটাই ভারতবর্ষ। এখানে এই সবই চলে।” ইতিমধ্যেই এ নিয়ে বইতে শুরু করেছে বিতর্কের ঝড়।