মঙ্গলবারই জম্মুর কাছে উধমপুরে ১৫ কেজি আইইডি উদ্ধার করেছে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উপত্যকায় ফের শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই। জানা গিয়েছে, জম্মুর সিধরা এলাকায় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ গুলির লড়াই শুরু হয়। দু-তিন জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। সেই খবরের উপর ভিত্তি করে তল্লাশি অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। তখনই সিধরা এলাকায় সেনাকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়েন জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। শুরু হয়ে যায় গুলির লড়াই। শেষ পর্যন্ত বাহিনীর গুলিতে তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।