একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির। দলত্যাগের হিড়িক, গোষ্ঠীকোন্দল তো ছিলই। পঞ্চায়েত নির্বাচনের আগেও বেহাল দশা সংগঠনেরও। যা নিয়ে বেজায় অসন্তুষ্ট দিল্লীর নেতারা। এবার সংগঠন নিয়ে আবার নাড্ডার তোপের মুখে পড়তে হতে পারে রাজ্য বিজেপিকে। সব ঠিকঠাক থাকলে, আগামী ৭ জানুয়ারী ২ দিনের সফরে রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ কিন্তু, নাড্ডার রাজ্য সফরের আগে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে অঞ্চল সম্মেলনের কাজই শেষ করতে পারছে না বিজেপি।
প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভা প্রবাস’ কর্মসূচিতে রাজ্যে আসবেন নাড্ডা। সম্প্রতি, দিল্লীতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নাড্ডা। জনসংযোগ ও স্থানীয় স্তরে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কেন্দ্রের দেওয়া সময়সীমা মেনে, নিদৃষ্ট সময়ের মধ্যে সংগঠনের প্রস্তুতি সেরে ফেলতে কড়া নির্দেশ দিয়েছিলেন নাড্ডা। কিন্তু, রাজ্যে নাড্ডার সফরের আগে তৃণমূল স্তরে সংগঠনের প্রস্তুতিই এখনও সম্পূর্ণ হয়নি।
গত শনিবার, রাজ্য দফতরে এক বৈঠকের পর পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে তৈরি বিশেষ কমিটির চেয়ারপার্সন সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ২৪ শে ডিসেম্বরের মধ্যে অঞ্চল সম্মেলন শেষ করার কথা ছিল। বড়দিন ও অন্যান্য কারনে তা এখনও করা যায়নি। এই পরিস্থিতিতে ৭ জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা। রাজ্যে তার ২ দিনের কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে, দলীয় সূত্রে খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল স্তরে দলের সংগঠনের হাল বুঝতে রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে কলকাতায় একটি বৈঠক করতে পারেন নাড্ডা। সেক্ষেত্রে, নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের কাজ শেষ করতে না পারার জন্য নাড্ডার তোপের মুখে পড়তে পারেন রাজ্য ও জেলা নেতৃত্ব।