অবশেষে এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। খুনের চেষ্টার যে অভিযোগে শিবঠাকুর মণ্ডল মামলা করেছিলেন, এদিন সেই মামলাতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে জামিন দিল আদালত। দুবরাজপুরে আদালতে ২ হাজার টাকার বন্ডে জামিন পান অনুব্রত।
প্রসঙ্গত, সরকারি আইনজীবী এদিন আদালতে জানায়, ৭ দিন পুলিশ হেফাজতে ছিলেন অনুব্রত। এর মধ্যে ৬ দিন অনুব্রত কোনও কথা বলেননি। সপ্তম দিনে তিনি কিছু বলেছিলেন। তাই এই মামলার আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। ফলে অনুব্রতকে আরও কিছু সময়ের জন্য হেফাজতের প্রয়োজন। তাই এখনই জামিন দেওয়া উচিত নয়। তবে সব পক্ষের কথা শুনে এদিন আদালত অনুব্রতকে জামিন দেয়।