‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে আগামী সপ্তাহে উত্তরপ্রদেশ পৌঁছবেন রাহুল গান্ধী। তার আগে, ইতিমধ্যেই যোগী রাজ্যে পৌঁছে গিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। সেখানেই এক সাংবাদিক বৈঠক করে এবার রাহুলকে ‘রাম’ তকমা দিলেন তিনি। শুধু তাই নয়, ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে রাহুল গান্ধীকে ‘সুপারম্যান’ আখ্যাও দিয়েছেন খুরশিদ। এছাড়া নিজেকে রামের ‘খড়ম’ (পাদুকা) বলেছেন প্রবীণ কংগ্রেস নেতা।
ভারত জোড়ো যাত্রা-র প্রসঙ্গ তুলে খুরশিদ বলেন, ‘রাহুল গান্ধী হলেন ভগবান রাম আর কংগ্রেস হল ভরত।’ এরপরই নিজেকে রামের ‘খড়ম’ (পাদুকা) আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভগবান রামের পাদুকা অনেক দূরে পৌঁছে যায়। যখন রামজি পৌঁছতে পারেননি, ভরত তাঁর পাদুকা নিয়ে ওই জায়গায় পৌঁছে যান। ঠিক সেই খড়ম-এর মতো আমরা উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছি। রামজি (রাহুল গান্ধী) আসবেন।’
রাহুল গান্ধীকে কেবল ভগবান রামের আসনে বসানো নয়, তাঁকে ‘সুপারম্যান’, ‘যোগী’ তকমাও দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘রাহুল গান্ধী অতিমানব (সুপারহিউম্যান)। যখন আমরা ঠান্ডায় জমে যাচ্ছি এবং জ্যাকেট পড়ছি, তখন তিনি টি-শার্ট পড়ে যাচ্ছেন (ভারত জোড়ো যাত্রা)। যোগীর মতো তিনি তাঁর তপস্যা-য় স্থির রয়েছেন।’