মোদী জমানার শুরু থেকেই কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়ে আসছে বাংলা। এই রাজ্যের প্রতি বারবারই মোদী সরকারের বিমাতৃসুলভ আচরণ দেখা গিয়েছে। এবার যেমন বারে বারে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলার বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র। একটি সর্বভারতীয় বেসরকারি সংস্থার রিপোর্ট বলছে, এই প্রকল্পে বাংলায় গত এক বছরে প্রায় ৩০ লাখ পরিবার কাজ হারিয়েছে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কাজের সন্ধানে বহু মানুষ ফের ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। গ্রাম বাংলা এমন পরিযায়ী শ্রমিকের সংখ্যা অবশ্য এখনও নির্ধারণ করা যায়নি। ওই সংস্থা জানিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে গত বছর ডিসেম্বর থেকে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক টাকা দেওয়া বন্ধ রেখেছে। এত দীর্ঘ সময় এই প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রাখার নজির নেই। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার ছাড়াও নানা মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। বাংলার পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সংগঠন এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে।