হাতে আর বেশিদিন নেই। নতুন বছরের শুরুতেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়েই তড়িঘড়ি রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের জন্য ১২ শতাংশ হারে ডিএ/ডিআর বৃদ্ধি ঘোষণা করেছে ত্রিপুরার বিজেপি সরকার। এদিন এই ঘোষণা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ভোটের মুখে ত্রিপুরার বিজেপি সরকারের এই ঘোষণাকে নির্বাচনী চমক বলেই কটাক্ষ করেছে বিরোধী সিপিএম এবং তৃণমূলের মতো দলগুলি। তাদের দাবি, ডিএ বাড়িয়েও শেষ পর্যন্ত নির্বাচনী বৈতরণী পার করতে পারবে না মানিক সাহার সরকার।