বাংলায় ফের তৈরি হল বিপুল বিনিয়োগের সম্ভাবনা। এবার পূর্বাঞ্চলের নজরে পড়ল বাংলা। অসমের সিমেন্ট নির্মাতা সংস্থা পূর্বাঞ্চল সিমেন্ট জানিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে নিজেদের রাজ্যের বাইরে উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চাইছে তারা। এই সম্প্রসারণ ও অধিগ্রহণ প্রক্রিয়ার জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন সংস্থার এক কর্তা। আর সেই বহিঃরাজ্যের তালিকায় আছে পশ্চিমবঙ্গও। মাইথন গ্রুপের অধীনস্থ এই সংস্থার বর্তমানে গুয়াহাটির কাছে একটি ০.৫ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতার সিমেন্ট কারখানা রয়েছে।
এ বিষয়ে পিটিআই-কে এক সাক্ষাৎকারে পূর্বাঞ্চল সিমেন্টের এমডি বেদান্ত আগরওয়াল জানালেন, আপাতত সংস্তা অসমের উত্তরাংশে খনির স্বত্ব এবং ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বেদান্ত বলেন, “আমরা এই সম্প্রসারণ প্রক্রিয়ায় আগামী ২-৩ বছরের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছি। প্রাথমিকভাবে, আমরা আমাদের মোট উত্পাদন ক্ষমতা ১০ লক্ষ টনে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছি। শুধু উত্তর-পূর্ব ভারতই নয়, তার বাইরের রাজ্যেও উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে পারে সংস্থা।” পাশাপাশি, পূর্বাঞ্চলের বাজারের চাহিদা মেটাতে পশ্চিমবঙ্গে একটি গ্রাইন্ডিং ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন বেদান্ত। সংস্থার আধিকারিকরা জানালেন, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বিনিয়োগ চাইছে। আর তার জন্য উৎপাদনকারী সংস্থাগুলিকে আহ্বান জানাচ্ছে। রাজ্যের কয়লার ভান্ডার বেশ উল্লেখযোগ্য। আর সেটার দিকে তাকিয়েই সম্ভাব্য বিনিয়োগকারীরা আশাবাদী।