দেশের কারেন্সিতে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি থাকাটাই দস্তুর। কিন্তু দেশের ডিজিটাল কারেন্সিতে রাখা হয়নি গান্ধীজির ছবি। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এবার এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মহাত্মা গান্ধীর বংশধর তুষার অরুণ গান্ধী। কিছুটা অন্য সুরেই তিনি টুইট করেছেন, আরবিআই আর ভারত সরকারকে আমার ধন্যবাদ। নতুন ডিজিটাল কারেন্সিতে বাপুর ছবি নেই। এবার কাগজের নোট থেকেও বাপুর ছবি সরিয়ে দিন। এভাবেই তিনি কিছুটা অভিমানের সুরেই কেন্দ্রকে ও রিজার্ভ ব্যাঙ্ককে বিঁধলেন।
আসলে চলতি মাসের প্রথম দিকে আরবিআই দেশের চারটি শহরে প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে আরবিআই ডিজিটাল কারেন্সি চালু করেছে। মুম্বই, নিউ দিল্লি, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে এই ডিজিটাল কারেন্সি চালু হয়েছে। এদিকে কাগুজে নোট থেকে ডিজিটাল কারেন্সির এই পরিবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নতুন করে সূচনা হচ্ছে ই-কারেন্সির। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই কাগজের নোটের প্রতি নির্ভরশীলতা রয়েছে সাধারণ মানুষের। এবার সেই নিরিখে ডিজিটাল কারেন্সির দিকে ঝুঁকছে ভারত।