গত ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার আরও চাপ বাড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। লালন শেখকে ভুয়ো এনকাউন্টারে গুলি করে খুন করার চক্রান্ত করেছিল সিবিআই। সোমবার সিআইডি ডিআইজি-র সামনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত মৃত লালন শেখের স্ত্রী।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের রহস্য মৃত্যু হয়। সেই মামলার তদন্তেই আদালতের নির্দেশে সোমবার বগটুই গ্রামে গিয়ে লালন শেখের স্ত্রীর সঙ্গে কথা বলেন সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্র। তাঁর সামনেই এই অভিযোগ করেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। লালন শেখের মৃত্যুর পরই সিআইডি-র বিরুদ্ধে খুনের অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন রেশমা বিবি। সোমবার সিআইডি কর্তার সামনে আরও চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত লালন শেখের স্ত্রী।
যে দিন লালন শেখের মৃত্যু হয়, সেদিন অর্থাৎ ১২ ডিসেম্বর দুপুরেই লালন শেখকে নিয়ে বগটুই গ্রামে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। লালন শেখের স্ত্রী এবং পরিবারের অভিযোগ, সেদিন তাঁদের সামনেই মারধর করা হয় লালনকে। এমন কি, লালনকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ছিল তাঁর পরিবারের। সোমবার সিআইডি ডিআইজি-র সামনেও রেশমা বিবি অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে ওরা (সিবিআই) সেদিন হাতকড়াও পরায়নি। ওকে চন্দ্রকুণ্ঠর মাঠে নিয়ে গিয়ে বলে, যা পালা। পালাতে গেলেই ওকে গুলি করত। কিন্তু আমার স্বামী রাজি হয়নি। তাই ওকে নিয়ে গিয়ে মেরে ফেলল।’