মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে দেশের নারীসুরক্ষা ও নিরাপত্তা। একাধিক নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে ভারত। হাথরসের ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও মুছে যায়নি দেশবাসীর স্মৃতি থেকে। এবার বিজেপিশাসিত গোয়ায় ধর্ষণের শিকার এক তরুণী পর্যটক। অভিযুক্ত পেশায় টেম্পো চালক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বছরের এই সময়েই পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে গোয়ায়। পুলিশ সূত্রে খবর, ১০-১৫ জনের একটি দলের সঙ্গে গোয়া আসেন ওই তরুণী। আশপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য একটি টেম্পো ভাড়া করেছিলেন তাঁরা। সেই টেম্পোর চালকই ওই তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এপ্রসঙ্গে দক্ষিণ গোয়ার পুলিশ সুপার নিধিন ভালসন জানিয়েছেন, “গোয়া টেম্পো ভাড়া করেই ঘুরে বেড়ান পর্যটকরা। টেম্পোর চালক ওই তরুণীকে ধর্ষণ করেছে। অভিযোগ পাওয়ার পরেই মহিলা থানা ও পানাজি পুলিশ স্টেশনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। খুব দ্রুত গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।” উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুন মাসে গোয়ায় ধর্ষণের শিকার এক ব্রিটিশ মহিলা। স্বামীর সঙ্গে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। অভিযোগ, উত্তর গোয়ার আরাম্বোল সুইট ওয়াটার বিচে ওই বিদেশি পর্যটককে ধর্ষণ করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এবার ফের ঘটল তেমনই ঘটনা। ইতিমধ্যেই এ নিয়ে তুঙ্গে বিতর্ক। দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। বিপাকে সে রাজ্যের শাসকদল বিজেপি।