মথুরায় শাহী ইদগাহ মসজিদের নীচে মন্দির আছে? সমীক্ষা করে দেখার নির্দেশ দিল আদালত। বারাণসীর জ্ঞানবাপী মজজিদ ক্যাম্পাসের মতো সমীক্ষা হবে।
শাহি ইদগাহ মসজিদ মথুরা শহরের শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির কমপ্লেক্সের লাগায়ো। হিন্দুদের একাংশের দাবি, মসজিদের জমিটিই শ্রীকৃষ্ণের জন্মস্থান বা গর্ভগৃহ। আওরঙ্গজেব ১৬৬০-৭০ সাল নাগাদ শ্রী কৃষ্ণের জন্মস্থানে নির্মিত প্রাচীন কেশবনাথ মন্দিরটি ধ্বংস করে শাহি ইদগাহ মসজিদ নির্মাণ করেছিলেন বলে হিন্দু পক্ষের দাবি।
হিন্দু সেনা নামে একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মথুরার সিনিয়র ডিভিশন আদালত এই আদেশ দেয়। আগামী ২০ জানুয়ারি আদালতে সমীক্ষার রিপোর্ট দাখিল করা হবে। ২ জানুয়ারি থেকে শুরু হবে জরিপ।
মামলায় হিন্দু পক্ষ দাবি করে যে শাহি ইদগাহ মসজিদে হিন্দু মন্দিরের প্রতীক রয়েছে যা প্রমাণ করে মসজিদের নীচে দেবতার গর্ভগৃহ এবং মন্দিরের আরও নির্দশন রয়েছে। হিন্দু পক্ষের দুই আইনজীবী মনীশ যাদব এবং মহেন্দ্র প্রতাপ আদালতে বলেন, শাহি ইদগাহতে হিন্দু স্থাপত্যের প্রমাণ রয়েছে। বৈজ্ঞানিক জরিপে এগুলি সত্য প্রমাণিত হবে।