সাম্প্রতিক কালে বাংলায় বারবারই সামনে এসেছে রাম-বাম জোটের ছবি। একাধিক বার প্রমাণ মিলেছে বিজেপি-সিপিএম আঁতাতের। কিন্তু এবার প্রকাশ্যে হাতের পদ্মযোগ! দলীয় বৈঠক সেরে ফেরার পথে আচমকা আব্দুল মান্নানের বাড়িতে হাজির হলেন দিলীপ ঘোষ! কী কারণে কংগ্রেসের বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটে কি তবে বদলাবে সমীকরণ? তুঙ্গে জল্পনা।
শুক্রবার হুগলির ব্যান্ডেলে বিজেপির বৈঠক ছিল। ওই বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের মতো যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষও। বৈঠক শেষে ফেরার পথে কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বাড়িতে যান দিলীপ। বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁদের। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন আব্দুল মান্নান। সেই সময় আবার বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। তার ফলে বিধানসভায় মাঝেমধ্যেই দেখা হয় দু’জনের। এরপর ২০১৯ সালে সংসদ হন দিলীপ। তার পর থেকে মান্নানের সঙ্গে দেখা সাক্ষাৎ আর তেমন ছিল না। তবে প্রাক্তন বিরোধী দলনেতার সঙ্গে আবার ফের কেন দেখা করলেন দিলীপ ঘোষ, তা নিয়ে চলছে জোর চর্চা।