চিন্তায় ফরাসি শিবির। আগামী রবিবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশকে মাঠে নামানো নিয়ে চিন্তায় দল। অসুস্থ হয়ে পড়েছেন একাধিক সদস্য। ফ্রান্সের অন্তত তিন জন ফুটবলার ‘কোল্ড ভাইরাস’ বা ঠান্ডার ভাইরাসে আক্রান্ত। দুই ফুটবলারের অবস্থা বেশ খারাপ। তাঁদের বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে। ফ্রান্স শিবিরের আশা, হাতে দিন দুয়েক সময় থাকায় ফাইনালে সেরা দল নামাতে সমস্যা হবে না। অসুস্থ ফুটবলারের সংখ্যা আরও বাড়লে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা মাথাচাড়া দেবে। এপ্রসঙ্গে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, দুই ফুটবলারের শরীরে অসুস্থতার উপসর্গ রয়েছে। রক্ষণ ভাগের ফুটবলার দায়োত উপামেকানো এবং মাঝমাঠের ফুটবলার আদ্রিয়েঁ হাবিয়েঁর শরীর বেশ খারাপ। মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালেও খেলেননি তাঁরা। দেশঁ বলেছেন, ‘‘উপামেকানোর পরিস্থিতি তিন দিন বেশ খারাপ ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের পরেই অসুস্থ হয়ে পড়েছিল ও। কিংগসলে কোমানও অসুস্থ। আশা করছি আমরা ফাইনালে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারব। সাবধানতা হিসাবেই অসুস্থ ফুটবলারদের আলাদা রাখা হয়েছে।’’ উল্লেখ্য, একই রকম অসুস্থতার কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে খেলতে পারেননি সুইৎজারল্যান্ডের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার। ব্রাজিলেরও ছ’সাত জন ফুটবলার অসুস্থ হয়ে পড়েছিলেন প্রতিযোগিতার প্রথম দিকে।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত দেখে ফাইনালের পরিকল্পনা করতে চান দেশঁ। তিনি বলেছেন, ‘‘এই মরসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে।’’ দেশঁ মনে করছেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে সংক্রমণ হতে পারে। কারণ কাতারের স্টেডিয়ামগুলিতে তাপমাত্রা সহনশীল রাখার জন্য শীতাতপ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। খেলা দেখতে বিভিন্ন দেশের হাজার মানুষ আসছেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে এ ধরনের ফ্লু সহজেই ছড়িয়ে পড়তে পারে। কাতারে দিনের তাপমাত্রা গত এক মাস ধরে মোটের উপর ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছিল। গত তিন-চার দিন তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গিয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের জন্য অসুস্থতার পরিমাণ বেড়েছে সেখানে। ‘‘হঠাৎ এ ভাবে তাপমাত্রা কমে গেলে সমস্যা হতে পারে। এ রকম সময় বেশি সতর্ক থাকতে হয়। আমাদের শুধু এই ভাইরাসটাই যা ভাবাচ্ছে। এ ছাড়া ফাইনাল ম্যাচ নিয়ে আমাদের কোনও উদ্বেগ নেই’’, জানিয়েছেন ফরাসি কোচ।
