ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। প্রথম দুটি টেস্ট হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছেন বাবর আজমরা। ফলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা প্রায় বন্ধই করে ফেলেছে পাকিস্তান। সুবিধা হয়েছে ভারতের। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান এবং ভারত ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী। যদিও পাকিস্তান হেরেছে বলেই যে ভারত ফাইনালে খেলতে পারবে, তেমনটা নয়। ভারতের বাকি ছ’টি টেস্ট। সেগুলি জিততে হবে রোহিতদের। বুধবার থেকে শুরু ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ। দু’টি ম্যাচ খেলবে এই দুই দল। এর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই ছ’টি টেস্ট জিততে হবে ভারতকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ টেবলে চার নম্বরে রয়েছে ভারত। ১২টি টেস্ট খেলে তাদের সংগ্রহ ৫২.০৮ শতাংশ পয়েন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে জুন মাসে শেষ টেস্ট খেলেছিল ভারত। চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই রোহিত শর্মা। তাঁর বদলে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। এই সিরিজে খেলতে পারবেন না যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজাও। তাঁদেরও চোট রয়েছে। লিগ টেবিলে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৭৫ শতাংশ পয়েন্ট। ভারত ছাড়াও তাদের খেলা বাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রোটিয়াবাহিনী রয়েছে দ্বিতীয় স্থানে। ১০টি টেস্ট খেলে তাদের সংগ্রহ ৬০ শতাংশ পয়েন্ট। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ় খেলবে দক্ষিণ আফ্রিকা। মোট পাঁচটি টেস্ট ম্যাচ বাকি তাদের। শ্রীলঙ্কা তৃতীয় স্থানে রয়েছে। তাদের সংগ্রহ ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট। মাত্র দু’টি টেস্ট বাকি রয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। পাকিস্তানকে দু’টি টেস্টে হারিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড (৪৪.৪৪ শতাংশ পয়েন্ট)। তাদের আর একটি টেস্ট বাকি পাকিস্তানের সঙ্গে। বাবরদের বাকি রয়েছেসতিনটি টেস্ট। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি এবং বাকি দু’টি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ ৪২.৪২ শতাংশ পয়েন্ট। কাজেই ফাইনালে পৌঁছনো তাদের কাছে দুঃসাধ্য।