নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর পর্যবেক্ষণ জানাতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সব শব্দচয়ন ও ভাষার প্রয়োগ করছেন, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। পর্যবেক্ষণে কখনও তিনি বলেছেন, দালাল মুখপাত্র গোছের শব্দ, কখনও বলেছেন- আরও ধেঁড়ে ইঁদুর বেরোবে, আবার কখনও বলেছেন, ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব। তবে এর কোনওটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নয়, বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানিতে সে কথা স্পষ্ট করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্যের আইনজীবী ভাস্করপ্রসাদ বৈশ্যকে জানালেন, মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। তাঁকে কেন খারাপ কথা বলবেন তিনি? বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেন বিচারপতি।
তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। আমি কেন খারাপ কথা বলব? আমাকে বলতে বাধ্য করা হচ্ছে।’ তাঁর দাবি, ‘সে দিন ধেড়ে ইঁদুর বলেছিলাম সুব্রতদার (হাই কোর্টের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়) সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝতে পেরেছিলেন কেন বলেছি। কিন্তু সেটা অন্য রকম ভাবে ধরা হয়েছে।’ রাজ্যের আইনজীবীকে বিচারপতি এ-ও বলেন যে, চন্দ্রিমাদি (মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য)-কে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ মন্তব্য করব বলুন তো? মুখ্যমন্ত্রী তো ভাল কাজ করছেন। অন্যদিকে, আইনজীবী বৈশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলেন, মামলার বক্তব্য শুনে আপনি যে কোনও নির্দেশ দিন। কিন্তু দয়া করে দল সম্পর্কে কিছু বলবেন না। আমি বিষয়টি চন্দ্রিমাদিকে বলব। এমনকি, মুখ্যমন্ত্রীর নজরে আনার চেষ্টা করব।
