কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। সম্প্রতি
২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এবার তাতে সিআইডি তদন্তের নির্দেশ এল। গত সোমবার ছিল সেই পরীক্ষা। পরীক্ষা শুরুর কিছু ক্ষণ আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। এ বার সেই অভিযোগের ঘটনার তদন্ত করবে সিআইডি। এই মর্মে নির্দেশ দিয়েছে নবান্ন।
প্রসঙ্গত, সোমবার বেলা ১২টা নাগাদ ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে ২টো পর্যন্ত। অভিযোগ, সোমবার সকাল ১০টা ৪৭ নাগাদ হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। ‘‘এই অভিযোগকে পর্ষদ হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’’, জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।