বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। ইতিমধ্যেই আশা কর্মী, খাদ্য দফতরে ডাটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে কর্মী নিয়োগ করেছে রাজ্য। এর মধ্যেই ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। এবার মাধ্যমিক পাশেই মিলবে চাকরি। নিউ ব্যারাকপুর পুরসভায় করা হবে নিয়োগ।
জানা গিয়েছে, ক্লারিক্যাল অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করতে হবে আবেদনকারীদের। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে প্রার্থীর। এমএস ওয়ার্ড ও ইন্টারনেটের কাজ জানা থাকতে হবে প্রার্থীদের। বেতন মিলবে প্রতি মাসে বেতন মিলবে ১০ হাজার টাকা। অন্যদিকে, ক্লারিক স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাস করতে হবে। বেতন মিলবে প্রতি মাসে বেতন মিলবে ৫ হাজার টাকা। দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। আর কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন সমস্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে প্রার্থীদের।
