সোমবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে গঙ্গা পাড়ের আবর্জনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘন্টা কাটার আগেই রাতারাতি সাফাই অভিযানে নেমে পড়লেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন তিনি পুরসভার কাজে খুশি নন। প্রিন্সেপ ঘাট এবং সংলগ্ন এলাকার অপরিচ্ছন্ন অবস্থা নিয়ে একঘর আমলার সামনেই অসন্তোষ প্রকাশ করেন। আর তারপর রাতেই গঙ্গার ঘাটে ছুটে যান মেয়র। সাফাই অভিযানে নামেন।
জানা গিয়েছে, সপার্ষদ গঙ্গা পাড়ে হাজির হয়ে কোথায় কীভাবে আবর্জনা পড়ে রয়েছে সেসব খতিয়ে দেখেন। নিজের হাতে কাগজের কাপ তুলে ডাস্টবিনেও ফেলেন পুরমন্ত্রী। আশা করা হচ্ছে, আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরসভার সাফাই কর্মীদের গঙ্গার পাড়ে বিশেষ অভিযানে নামিয়ে দেওয়া হবে। এবং প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, মিলেনিয়াম পার্ক অঞ্চলে জোরদার সাফাই অভিযান চলবে।