আগামী বুধবার শপথগ্রহণ করবেন বাংলার নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগে মঙ্গলবার সকালে কলকাতায় আসছেন তিনি। গত ১৭ই নভেম্বর সি ভি আনন্দ বোসকে বাংলার স্থায়ী রাজ্যপাল ঘোষণা করে কেন্দ্র। জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পেশের পর থেকে ৪ মাস রাজ্যের অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব সামলান লা গণেশন। কিন্তু তার ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন তুলতে থাকে বিজেপি।
এরপরই দ্রুত স্থায়ী রাজ্যপাল নিয়োগ করে কেন্দ্র। কেরলের প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে দেওয়া হয় রাজ্যপালের দায়িত্ব। রাজ্যপালকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তার আগে মঙ্গলবার সকাল দশটা নাগাদ কলকাতায় পৌঁছবেন সি ভি আনন্দ বোস।