ফের বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত কর্ণাটক। এবার এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে স্কুলের সামনে রাস্তায় গর্ত বোজানোর কাজ করতে দেখা গেল পড়ুয়াদের! এই ভিডিও পোস্ট করেছেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক প্রিয়াঙ্ক খাড়গে। পাশাপাশি একহাত নিয়েছেন শাসকদল বিজেপিকে। বিধায়কের কটাক্ষ, স্কুলে গেরুয়া রং করাতেই বেশি নজর দিয়েছে বিজেপি সরকার। অগত্যা পড়ুয়ারা গর্ত বোজানোর কাজে হাত দিয়েছে। ভিডিওটি মাইসুরুর হানসুর তালুকের এক সরকারি স্কুলের। তাতে দেখা গিয়েছে, খোয়া ফেলে রাস্তায় গর্ত বুজিয়ে চলেছে এক দল ছাত্র। লাঠি হাতে তাদের নির্দেশ দিচ্ছেন এক জন। সমাজমাধ্যম ব্যবহারকারীদের দাবি, ওই ব্যক্তি শিক্ষক।
কংগ্রেস বিধায়ক কটাক্ষ করে বলেছেন, ‘‘স্কুলে গেরুয়া রং করতে ব্যস্ত সরকার। আর ছাত্ররা রাস্তার গর্ত বুজিয়ে চলেছে। সরকার কীসে অগ্রাধিকার দিচ্ছে তা স্পষ্ট, প্রভুকে খুশি করে যাও।’’ জানা গিয়েছে, মাইসুরুর ওই স্কুলের সামনে রাস্তায় গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা হচ্ছিল। বেশ কয়েক জন আহতও হয়েছিলেন। অভিযোগ, স্থানীয় পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের ওই কাজে নামতে বলা হয়। রাস্তায় পড়ে থাকা নির্মাণের খোয়া, সুরকি নিয়েই গর্ত বোজানোর কাজে হাত দেয় পড়ুয়ারা। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্কের ঝড়। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।