ফের শিয়ালের হামলায় পর্যুদস্ত গ্রামবাসী। কয়েকদিন আগেই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় শিয়ালের আক্রমণের ঘটনা ঘটেছিল। এবার একই ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুরে। শিয়ালের হানায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন গ্রামবাসী। যার মধ্যে দুজনের আঘাত গুরুতর। সোমবার ভোরবেলায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। শিয়াল ধরার জন্য প্রশাসনের কাছে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র অনুযায়ীজানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের কালিতলা গ্রামে আজ ভোরবেলায় কয়েকটি শিয়াল দল বেঁধে হানা দেয়। সেই সময় কেউ গবাদি পশুকে খাওয়াচ্ছিলেন, কেউ বা অন্যান্য কাজ করছিলেন। তখনই ওই গ্রামের বাসিন্দা বিশু রামের বাড়িতে ঢুকে বিশু এবং তাঁর বাবার ওপর হামলা চালায় শিয়ালের দল। ঘটনায় শিয়াল সেখান থেকে পালিয়ে গেলেও বাবা ও ছেলে দুজনেই জখম হয়েছেন। পরে ওই শিয়ালের দলের হামলায় আহত হন আরও তিনজন।
এরপর খবর পেতেই তড়িঘড়ি গ্রামবাসীরা লাঠি-সোটা নিয়ে বেরিয়ে শিয়ালের দলটিকে গ্রামের বাইরে তাড়িয়ে দেন। আহত ৫ গ্রামবাসীকে নিকটবর্তী ভালুকা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয় বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালের কামড়ে কেউ চোখে আবার কেউ গলায় আঘাত পেয়েছেন। গোটা ঘটনার পর সকাল থেকেই আতঙ্ক ছড়িয়েছে সে অঞ্চলে। ঘটনার খবর পেয়ে এলাকায় যান ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী চন্দন সাহা। “আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বনদফতরে খবর দিয়েছি”, জানিয়েছেন তিনি।