গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের গতি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ তিনি। আগেও একাধিকবার তদন্তের গতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। কিন্তু তারপরও সিবিআই তদন্তের গতি আশানুরূপ হয়নি। যার ফলে এবার তদন্তের দায়িত্বে থাকা সিটে বড়সড় রদবদলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই আগে যে ৬ সদস্যের সিট গঠন করেছিল, সেই সিট থেকে দু’জনকে সরিয়ে নতুন চারজনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, নতুন এই সিটের তদন্তকারী আধিকারিক হিসাবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইয়ের প্রাক্তন ডিআইজি অখিলেশ সিংকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘সিবিআই খুব আস্তে আস্তে কাজ করছে। কেন করছেন সেটা তারাই জানেন। গ্রুপ-ডি র ৫৪২ জনের মধ্যে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।’
সরাসরি সিবিআইয়ের আইনজীবীর কাছে তিনি জানতে চান, গ্রুপ- ডি’র নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৮ ই মে, যে ৫৪২ জন চাকরিপ্রাপককে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ তিনি দিয়েছিলেন তাদের মধ্যে কতজনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?
তাতে সিবিআই জানায়, এখনও পর্যন্ত মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছেন তারা। অর্থাৎ মোট অভিযুক্ত চাকরিপ্রাপকের ৫ শতাংশকেও জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। সিবিআইয়ের এই পরিসংখ্যান দেখেই ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় সিটে রদবদলের নির্দেশ দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীকে সিটের জন্য চারজন আধিকারিকের নাম প্রস্তাব করার নির্দেশ দেন।