চলতি বছরের ডিসেম্বর মাস নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী— বিগত কয়েক দিনে সব বিজেপি নেতার মুখেই শোনা গিয়েছে, ‘তৃণমূল সরকার ডিসেম্বরে পড়ে যাবে।’ এ বার এ নিয়ে বিজেপিকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা চাইলে ডিসেম্বরের মধ্যে ওদের ৩০টা বিধায়কও থাকবে না!’
২০২১ সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে নির্বাচনী লড়াইয়ে বিপর্যস্ত হয়েছে বিজেপি। তার পর থেকেই প্রধান বিরোধীদল হিসেবে নানা বিষয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছেন বিজেপি নেতারা। তৃণমূল সরকার টিকবে না বলে প্রচার শুরু করেন পদ্মশিবিরের নেতারা। সরকার পড়ে যাবে— এই বয়ান শোনা গিয়েছে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ, রাজ্য বিজেপি সভাপতি সুকান্তের গলাতেও। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতাদের মুখে এ হেন মন্তব্য নিয়ে পাল্টা পদ্মশিবিরকে রীতিমতো চ্যালেঞ্জ জানালেন অভিষেক।
এই প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেন, ‘আমরা চাইলে ডিসেম্বরের মধ্যে ওদের ৩০টা বিধায়কও থাকবে না।’ সেই সঙ্গে তৃণমূলের ‘সেনাপতি’ এ-ও বলেন, ‘দল ভাঙানোর খেলা খেলি না। দল ভাঙানো, বোমা ফেলব— এ সব ফাঁকা কলসির আওয়াজ বেশি।’ পাশাপাশি দল ভাঙানো নিয়ে হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে অভিষেকের গলায়। তিনি বলেছেন, ‘যদি শুরু করি, দেখা যাবে।’