গেরুয়া সঙ্গ ত্যাগ করে বিহারে লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মহাজোট সরকার গড়েছেন নীতিশ কুমার।
এই জোট সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পরই জেডিইউ সুপ্রিমো জানিয়ে দিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্য হবে সরকারি শূন্য পদ পূরণ করা। সেই লক্ষ্যেই এনার শিক্ষক ও পুলিশে নিয়োগের বিশেষ কর্মসূচি নিয়েছে তাঁর সরকার। আজ পাটনায় ‘ব্রিগেড প্যারেড গ্রাউন্ড’ বলে খ্যাত গান্ধী ময়দানে প্রথম দফায় ১০ হাজার পুলিশ কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিতে চলেছেন নিতিশ। সঙ্গে থাকবেন উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।
