সোমবার মিজোরামের পাথর খাদানে হঠাৎই ধস নামে। যার জেরে মৃত্যু হয় ১২ শ্রমিকের। এর মধ্যে পাঁচজনই বাংলার। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ওই শ্রমিকদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সঙ্গে প্রশাসনের তরফে কথা বলা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মিজোরামের পাথর খাদানে চাপা পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে, এরমধ্যে পাঁচজনই বাংলার। আমি মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করছি। রাজ্যের পাঁচজনের দেহ যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা হয়, আমি সেইজন্য মিজোরাম সরকারের সঙ্গেও কথা বলব। পরিবারের পাশে যে কোনও পরিস্থিতিতে প্রশাসন থাকবে।’
জানা গেছে, এই পাঁচজনের মধ্যে চারজনই নদিয়ার বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন নদিয়ার তেহট্টের তিন যুবক। তাঁদের নাম বুদ্ধদেব বিশ্বাস (২৪), মিন্টু বিশ্বাস (২২) ও রাকেশ বিশ্বাস (২০)। এই তিনজনই তেহট্টের কালিতলা পাড়া এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি চাপড়ায়। আর পঞ্চম ব্যক্তি উত্তর ২৪ পরগনার বাসিন্দা।