শুরু হয়ে গিয়েছে কাউন্টাডাউন। আর মাত্র পাঁচ দিন পরেই কাতারে বসতে চলছে ফুটবল বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগে প্রথম বার অনুশীলনে নামল ব্রাজিল দল। যদিও সেখানে হাজির থাকতে পারলেন না নেইমার। সোমবার ইটালির তুরিনে দলের অনুশীলনে তিনি এবং ডিফেন্ডার মারকুইনহোস দেরি করে আসেন। ফলে নির্ধারিত সময়ে অনুশীলনে থাকতে পারেননি। জানা গিয়েছে, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণেই সমস্যা হয়েছে। নেইমার এবং মারকুইনহোস, দু’জনে প্যারিস সঁ জরমঁয় খেলেন। প্যারিস থেকে তুরিনের শিবিরে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বদল করতে হয়। ফলে নির্ধারিত সময়ের পরে আসেন তাঁরা।
প্রসঙ্গোত ,এদিন ১৪ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করেছেন তিতে। ছিলেন দানি আলভেস, ভিনিসিয়াস, রিচার্লিসনরা। কেউই আগের সপ্তাহে ক্লাবের হয়ে খেলেননি। অনুশীলনের শেষে জিমে বাকি দলের সঙ্গে যোগ দেন নেইমার এবং মারকুইনহোস। ব্রাজিল দলের এক সদস্য জানিয়েছেন, তুরিনে প্রথম দু’দিন ফুটবলারদের শারীরিক সক্ষমতা মেপে নেওয়া হওয়া হবে। তাঁরা কতটা চাপ নিতে পারবেন সেটা দেখা হবে। বুধবার থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ সার্বিয়ার বিরুদ্ধে, ২৪শে নভেম্বর।