ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছ মোদী সরকার। ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বারবার উঠেছে বিতর্কের ঝড়। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কয়েকদিন আগেই দেখা করে এসেছিলেন রাজ্যর মন্ত্রী। এমতাবস্থায় টাকা নিয়ে বিস্ফোরক দাবি করলেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। তাঁর দাবি, ১০০ দিনের টাকা দিয়ে বিধায়ক কিনছে বিজেপি। প্রতি বিধায়ক দর নাকি হাঁকা হচ্ছে ৫০ কোটি টাকা।
তৃণমূল বিধায়ক প্রশ্ন তুলেছেন, “১০০ দিনের টাকা বন্ধ। জিএসটি বাবদ এত টাকা তোলা হচ্ছে। কেন্দ্রের টাকার ভাগ পায় না রাজ্য। সেই টাকা ওরা নিয়ে এমএলএ কিনছে। একটা করে এমএলএ ৫০ কোটি টাকা। বিজেপির বাপের টাকা?” প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের অভিযোগ অনুযায়ী গত বছর ডিসেম্বর মাস থেকে কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজের পাওনা টাকা দেওয়া হয়নি বাংলাকে। ১০ মাসে এই প্রকল্পে পাওনা বকেয়া রয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা।