সৈকতশহরের বুকে নতুন চমক। এবার দীঘা মোহনা বাজারে দেখা মিলল বিরল প্রজাতির চিরুনি ফালের। রবিবার সকালে এই মাছ দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। জানা গিয়েছে, উড়িষ্যার পারাদ্বীপের কাছে একটি ট্রলারে ধরা পড়ে বিরল প্রজাতির একটি চিরুনি ফাল। রবিবার সকালে দীঘা মোহনার জিকেডি আরতে আসে মাছটি। যার ওজন ৫০০ থেকে ৫৫০ কিলো। বিশাল এই মাছের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আড়তে উপচে পড়ে ভিড়। মোবাইলে মাছটির ছবি তোলেন অনেকেই।
উল্লেখ্য, এই মাছের বাজার মূল্য কয়েক হাজার টাকা বলেই জানা গিয়েছে। মৎস্যজীবীদের দাবি, চিরুনি ফাল মাছটির পাখনা দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। সাধারণত গভীর সমু্দ্রে পাওয়া যায় এই মাছ। এক ব্যবসায়ীরা জানিয়েছেন, “অত্যন্ত বিরল এই মাছ। তবে চিকিৎসার জন্য অত্যন্ত উপকারী।” প্রসঙ্গত, দীঘা মোহনার মাঝে মধ্যেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে অতিকায় মাছ। তবে অধিকাংশ ক্ষেত্রেই তেলিয়া ভোলা পাওয়া যায়। যা বিক্রিও হয় চড়া দামে।