বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। ভোটের ময়দানের মাটি শক্ত করতে এখন থেকে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী সবপক্ষই। বাড়ছে রাজনৈতিক তরজা। এদিকে এরমমধ্যেই বসিরহাটে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে পঞ্চায়েত ভোটের আগে বড় অক্সিজেন পেল শাসক শিবির। ভোটে জেতার পরই খুশির জোয়ার শাসক শিবিরের নেতা-কর্মীদের মধ্যে।
বসিরহাটের ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের নিমদাঁড়িয়া-কোদালিয়া কৃষি উন্নয়ন সমিতির সমবায় নির্বাচন ছিল। এই নির্বাচনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। বিরোধীরা কেউ মনোনয়ন জমা না দেওয়ার কারণে ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এই সমবায় তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখল। প্রসঙ্গত, ২০১৭ সালে এই সমবায় উন্নয়ন সমিতির আসন ছিল ছটি। শেষ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবারে সেই আসনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯টি। কিন্তু তাতে ঘাসফুল শিবিরের জয়ের ধারায় কোনও ব্যাঘাত পড়েনি। এবারেও অব্যাহত জয়ের ধারা। ৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করল শাসক শিবিরের মনোনীত প্রার্থীরা।
ভোটে বড় জয়ের পর এদিন দলীয় কর্মীদের সঙ্গে আনন্দ-উল্লাসে মাততে দেখা যায় উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারব মন্ডল, তৃণমূলের নিমদাঁড়িয়া-কোদালিয়া অঞ্চল সভাপতি আব্দুল হামিদ গাজী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের। তাঁদের সাফ দাবি, তৃণমূলের নেতৃত্বে চারিদিকে যেভাবে উন্নয়ন হচ্ছে তাই হেরে যাওয়ার ভয়েতে কেউ মনোনয়ন জমা দেয়নি।