২০০২ সালে সবরমতি এক্সেপ্রেসে আগুন লাগানোর ঘটনার পর সেই বছরের ২৮ ফেব্রুয়ারি বজরং দলের সমর্থকরা নরোদা হাইওয়েতে জমায়েত হয়ে পটিয়া এলাকায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ করেন। যার ফলে মৃত্যু হয় ৯৭ জনের। সেই দাঙ্গার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মূল অভিযুক্ত মনোজ কুকরানিকে। যদিও এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। এবার সেই কুখ্যাত মনোজের কন্যাকেই প্রার্থী করল বিজেপি!
আমেদাবাদ শহরের নরোদা কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছেন মোদী-শাহরা। পদ্ম তালিকায় তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরের এই সিদ্ধান্তে দাঙ্গাবাজরা উৎসাহিত হবে বলে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ও আপ।
