ফের প্রকাশ্যে এল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর দ্বৈরথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিমানবন্দরে স্বাগত জানাতে ফের অস্বীকার করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। দুই দিনের জন্য দক্ষিণ ভারতের চার রাজ্য সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালেই তিনি হায়দরাবাদের বেগমপেট এয়ারপোর্টে অবতরণ করেন। কিন্তু বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই নিয়ে কমপক্ষে তিনবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যেতে অস্বীকার করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী।
বিজেপি বিরোধী অবস্থান বজায় রাখতেই এর আগেও একাধিকবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বা অনুষ্ঠানে একই মঞ্চে থাকতে অস্বীকার করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হল না। প্রত্যেকবারের মতো এবারও রাজ্যের মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব প্রধানমন্ত্রী মোদীকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর এই আচরণের তীব্র সমালোচনা করে বিজেপির তরফে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে মুখ্যমন্ত্রী প্রোটোকল ভাঙছেন। উনি (নরেন্দ্র মোদী) কি প্রধানমন্ত্রী নন? নাকি তেলঙ্গানা ভারতের অংশ নয়’?
