আগামী সোমবার ত্রিপুরায় মিছিল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগরতলা শহরে এই মিছিল হবে। ইতিমধ্যেই এই মিছিল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা রাজ্যের নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা ইস্যু নিয়ে পথে নামবে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচন কার্যত আর দু’মাস পরেই। তাই সব দলই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার ময়দানে নামছে তৃণমূল কংগ্রেসও।
দলের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক বাধা সত্বেও; তেলিয়ামুড়ায় তৃণমূল কংগ্রেসের ৩০০ জনের যোগদান পর্ব হয়েছে। একই সঙ্গে তারা ছোট ছোট সভাও করছে বিভিন্ন এলাকায়।তেলিয়ামুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস, খোয়াই জেলার কনভেনর অশোক দাশগুপ্ত-সহ অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে তেলিয়ামুড়ায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে ৩০০ জন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
ত্রিপুরা তৃণমূলের তরফে উল্লেখ করা হয়েছে, আগামীদিনে ত্রিপুরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বৃহত্তর ভাবে লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি, যোগদান সভার পরে তেলিয়ামুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের কাছে এক সভা সংগঠিত হয়।এই প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, ‘আজকে আমরা তেলিয়ামুড়াতে যোগদান সভা আয়োজন করেছি কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হল যাঁদের আজকে যোগদান করার কথা ছিল, তাঁদের বাধা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এটা স্পষ্ট হয়ে গেল যে বিজেপি বিধানসভা নির্বাচনে জিততে পারবে না বলে অন্য কাউকে স্বতঃস্ফূর্তভাবে কোনও দলে যোগদান করতে দিচ্ছে না। আজকে এখানে ৩০০ জন বিজেপি ও সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন’।