এর আগে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট মেনে না চলার অভিযোগ রুপি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এবার ফের একটি নামি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল তারা। বাবাজি ডেট মহিলা সহকারী ব্যাঙ্ক লিমিটেড নামে মহারাষ্ট্রের একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। শুক্রবার লাইসেন্স বাতিল করে আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কের মূলধন বা উপার্জনের সম্ভাবনা নেই। সেই বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাঙ্কের প্রকাশিত তথ্য উদ্ধৃত করে, আরবিআই জানিয়েছে, আমানতকারীদের প্রায় ৭৯ শতাংশ ডিআইসিজিসি-র আওতায় তাঁদের সঞ্চিত অর্থ পুরোটাই পাওয়ার অধিকারী। ডিআইসিজিসি ইতিমধ্যেই ১৬ অক্টোবর পর্যন্ত, মোট বিমাকৃত অর্থের ২৯৪.৬৪ কোটি টাকা গ্রাহকদের ফেরত দিয়েছে। আরবিআই-এর দেওয়া তথ্য অনুসারে, এই লাইসেন্স বাতিলের ফলে বাবাজি ডেট মহিলা সহকারী ব্যাঙ্ক লিমিটেড আর ব্যাঙ্কিং ব্যবসা চালিয়ে যেতে পারবে না। কোনও গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া বা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তও ব্যাঙ্ক নিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
