একুশের ভোটে ভরাডুবির পর থেকেই ভাঙন শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। এখনও সেই ধার অব্যাহত। এবার ফের বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। আর তার ফলে বিরোধী শূন্য হল ভদ্রেশ্বর পুরসভা। গত নির্বাচনে ভদ্রেশ্বর পুরসভার ২২ টি আসনের মধ্যে ১৯ টি ওয়ার্ডে জয়লাভ করেছিল তৃণমূল। একটি বিজেপি আর দুটিতে নির্দল প্রার্থী জয়লাভ করে। শুক্রবার চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে ভদ্রেশ্বর পুরসভার ৬ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সবিতা বেহেরা ও নির্দল কাউন্সিলর প্রদীপ চৌধুরী এবং ৭ নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রঞ্জু রায় তৃণমূলে যোগদান করলেন। এর ফলে পঞ্চায়েত নির্বাচনের আগেই হুগলিতে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে সবিতা বেহেরা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও উন্নয়ন দেখে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। কেউ ভয় দেখায়নি, আমি স্বেচ্ছায় যোগ দিয়েছি। মা মাটি মানুষের সরকারের যে উন্নয়নের ধারা সেই উন্নয়ন দেখেই আমি এসেছি।’ বর্তমান বোর্ডের প্রশংসা করে তিনি জানান, বিরোধী দলে থাকাকালীন আমাকে কেউ কোনও সময় ভিনদলের কাউন্সিলর হিসেবে ভাবেনি। নিজের দলের কাউন্সিলর হিসেবেই ভেবেছিল। উন্নয়নের কাজে আমি তাঁদের পাশে পেয়েছি। তাই এই বদলের সিদ্ধান্ত।’ অন্যদিকে, মন্ত্রী ইদ্রনীল সেন বলেন, ‘২২ শে ২২ টির জাদু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের শরিক হতেই ভদ্রেশ্বর পুরসভা বিরোধী শূন্য হল।’
