ভোটের হাওয়ায় সরগরম রাজনীতির আবহ। চলতি বছরের শেষলগ্নেই গুজরাত ও হিমাচল প্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। গদি বাঁচাতে মরিয়া শাসকদল বিজেপি। এবার ভোটের আগে বিতর্কে জড়ালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে বিধিভঙ্গের অভিযোগ আনা হলেও কমিশন এ বিষয়ে নির্বিকার বলে উঠেছে অভিযোগ।
উল্লেখ্য, গত রবিবার হিমাচলের এক নির্দল প্রার্থীকে ফোন করে ভোটের ময়দান থেকে সরে যেতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দল প্রার্থী কৃপাল পারমার ও নরেন্দ্র মোদীর ফোনে কথোপকথনের ভিডিও প্রকাশ করে কংগ্রেস। যা নিয়ে চরমে পৌঁছয় বিতর্ক। উক্ত ভিডিওটি প্রকাশের পর প্রধামন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি। প্রধানমন্ত্রীকে একহাত নেন তিনি। “যখন দেশের অর্থনীতি ডুবছে, তখন প্রধামন্ত্রী ভোটের প্রচার বাড়িয়েছেন। বিদ্রোহীদের নিরস্ত্র করতে ব্যস্ত তিনি। এর থেকেই প্রমাণ হয়, মোদীর কাছে দেশের চেয়ে দল আগে”, কটাক্ষ সিঙ্ঘভির।
