যোগী রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও দিনের পর দিন বেড়ে চলেছে মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণের ঘটনা। এক সপ্তাহের মধ্যে তিন বার লজ্জাজনক ঘটনার সাক্ষী থেকেছে শিবরাজ সিং চৌহানের রাজ্য। চলতি সপ্তাহেই গুনায় ১৫ বছরের এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়। তার পর পরই ১৭ বছরের এক কন্যার ওপর শারীরিক নির্যাতন চালায় ২০ বছরের এক যুবক। আর তার রেশ কাটতে না কাটতেই যৌন লালসার শিকার হতে হয়েছে ৪ বছরের এক শিশুকন্যাকে। এই আবহেই এবার ধর্ষকদের সকলের সামনে ফাঁসিতে ঝোলানোর মতো তালিবানি নিদান দিলেন মধ্যপ্রদেশের এক মহিলা মন্ত্রী। বৃহস্পতিবার রাজ্যের পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী ঊষা ঠাকুরের দাবি, এ শাস্তি দিলে তবেই সমাজে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া যাবে। মূলত তালিবানরাই এমন শাস্তি দেয়।
সোমবার মধ্যপ্রদেশের খন্ডওয়া শহরে বছর চারেকের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে খুনের চেষ্টা করেন অভিযুক্ত। এর পর অচৈতন্য অবস্থায় তাকে একটি আখ ক্ষেতে ফেলে পালিয়ে যান। সোমবার ওই ক্ষেতের একটি ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। অন্য একটি ধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উষার মতে, ধর্ষণ রুখতে কড়া পদক্ষেপ করতে হবে। তিনি বলেন, ‘(ধর্ষণের মতো অপরাধ সম্পর্কে) সমাজকে জাগ্রত করতে নানা পন্থা নিতে হবে আমাদের। এ ধরনের বর্বর কাজ কেউ কী ভাবে করতে পারেন? মুখ্যমন্ত্রী (শিবরাজ সিংহ চৌহান)-কে অনুরোধ করব যাতে এ ধরনের অপরাধীকে জনসমক্ষে ফাঁসিতে ঝোলানো হয়।’