নিশীথ প্রামাণিকের কনভয় থেকেই হয়েছে হামলা। এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা। কনভয়ের পেছনে থাকা বাইক বাহিনী হামলা চালিয়েছে গ্রামবাসীদের ওপর। সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি তৃণমূল জেলা সভাপতির। কনভয়ের ওপর বোমাবাজির কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার। কনভয়ের পেছনে বাইকে থাকা লোকেরাই গন্ডগোলে জড়িয়ে পড়েন বলে জানান জেলার পুলিশ সুপার।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নিশীথ প্রামাণিকের কনভয় থেকেই ঝান্ডা নিয়ে তৃণমূলের ওপর হামলা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। যে সিসিটিভি ফুটেজ তৃণমূলের তরফে দেখানো হয়েছে তাতে বিজেপির ঝান্ডা নিয়ে কিছু বাইক ভাঙতে দেখা যাচ্ছে। ওই সিসিটিভি ফুটেজে বিজেপির বেশ কিছু নেতা ও নেত্রীকে দেখা গেছে, যাঁরা বাঁশ লাঠি হাতে আক্রমণ করেছেন।
আর এই সিসিটিভি ফুটেজ সামনে আসতেই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। নিশীথ প্রামাণিকের কনভয়ে যাঁরা কালো পতাকা দেখতে জড়ো হয়েছিলেন, তাঁদের ওপরেই কনভয়ে থাকা নেতা নেত্রীরা বেড়িয়ে এসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি অভিযোগ করেন, নিশীথ প্রামাণিক হঠাৎ করেই এই কর্মসূচি নিয়ে পরিকল্পিত ভাবেই এই কাজ করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে এমন কাজ করার অধিকার কি নিশীথ প্রামাণিককে দিয়েছে দেশের সংবিধান? এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি।