শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। পুরোদমে চলছে নতুন ভবন নির্মাণের কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জুন মাসে পুরসভার বেশ কয়েকটি বিভাগ সদর দফতর থেকে ওই ভবনে স্থানান্তরিত করা হতে পারে বলে জানিয়েছে পুরসভা সূত্র। নতুন ভবন যেখানে তৈরি হচ্ছে, একদা সেখানেই ছিল চ্যাপলিন থিয়েটার। তবে পুরসভায় বিভিন্ন দফতরের জন্য জায়গা কম থাকায় ওই থিয়েটার ভেঙে সেখানে বহুতল নির্মাণের কাজ শুরু হয়েছিল। তবে ২০১৬ ভবনটির নির্মাণ কাজ আটকে যায়। ব্যয় বৃদ্ধির কারণে আগের ওই নিমার্ণে যুক্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করেছিল পুরসভা। পরে কাজের বরাত দেওয়া হয় অন্য একটি সংস্থাকে।
প্রসঙ্গত, নতুন পাঁচ তলা বিল্ডিংটি সম্পূর্ণ হলে ২৫ হাজার বর্গফুট জায়গা তৈরি হবে। পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, এই ভবন তৈরি হলে সেখানে স্বাস্থ্য, অর্থ ও পানীয় জল সরবরাহ-সহ বেশ কয়েকটি বিভাগ স্থানান্তরিত করা যাবে। এছাড়াও, সম্পত্তি কর, জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কিছুটা অংশও স্থানান্তরিত করা যেতে পারে। উল্লেখ্য, বর্তমানে যেখানে জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়া হয় সেখানে মানুষের উপচে পড়া ভিড় হয়। নতুন বিল্ডিং তৈরি হলে এই সমস্যার সুরাহা হবে। পুরসভার সদর দফতরের ওপর চাপ কমাতে আগেই ঐতিহ্যবাহী রক্সি সিনেমা হলে বেশ কিছু দফতর সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরের পাশাপাশি পুরসভার অ্যাসেসমেন্ট ও বাজার বিভাগের কিছুটা অংশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পুর কর্তৃপক্ষ।