‘টাকায় ছাপা হোক লক্ষ্মী-গণেশের ছবি। তাহলেই ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধি হবে’। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক চিঠি লিখে এই আবেদন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। হাজার সমালোচনার পরও নিজের দাবিতে অনড় দিল্লীর মুখ্যমন্ত্রী। শুক্রবার মোদীকে ফের চিঠি দিয়েছেন তিনি। কেজরির বক্তব্য, ঈশ্বরের আশীর্বাদ পেতে ভারতীয় টাকায় লক্ষ্মী-গণেশের ছবি চাই-ই। ভারতের ১৩০ কোটি মানুষ সেটাই চাইছেন। একমাত্র দেবতার আশীর্বাদ পেলেই দেশের অর্থনীতির দুর্দশা ঘুচবে।
শুক্রবার সকালে মোদীকে লেখা দ্বিতীয় চিঠিটি টুইট করেছেন আপ সুপ্রিমো। হিন্দিতে লেখা চিঠিটিতে কেজরি বলছেন, ‘দেশের ১৩০ কোটি মানুষের ইচ্ছা, ভারতীয় মুদ্রার একপাশে গান্ধীজির ছবি থাক, আরেক পাশে থাক লক্ষ্মী-গণেশের ছবি। আজ ভারতের অর্থনীতি সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পরও আমাদের গরিব উন্নয়নশীল দেশের মধ্যে ধরা হয়।’
কেজরি বলছেন, ‘এ কথা ঠিক যে অর্থনীতি শুধরোতে গেলে নাগরিকদের পরিশ্রম করতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের ঈশ্বরের আশীর্বাদও প্রয়োজন। তাহলেই আমাদের চেষ্টার ফল মিলবে।’ দিল্লীর মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর এই নতুন প্রস্তাবে মানুষ ভীষণ উৎসাহী। সাধারণ নাগরিকরাই চাইছেন দ্রুত এই প্রস্তাব কার্যকর হোক। একই সঙ্গে তিনি বলছেন, রাতারাতি সব নোট বদলে ফেলতে তিনি চাইছেন না। অন্তত প্রতিমাসে যে নতুন নোটগুলি রিজার্ভ ব্যাংক ছাপে, সেগুলিতে লক্ষ্মী-গণেশের ছবি থাক।