রাজ্যের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সারাবছর ব্যস্ত থাকেন বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনিক কাজকর্মে। তার মধ্যেই থেকে সময় বার করে বৃহস্পতিবার ভাইদের কপালে ফোঁটা দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিমতার একটি ক্লাবে আজ উত্তর দমদম পুরসভার কাউন্সিলারদের নিয়ে একটি ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়ও। সাংসদকে ফোঁটা দেওয়ার পাশাপাশি প্রায় তিরিশ জনকে ভাইফোঁটা দেন মন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, “আজকের দিনে সমস্ত ভাইদের যাঁরা আমদের সমর্থন করেন বা না করেন তাঁদের প্রত্যেকের দীর্ঘজীবন কামনা করছি।”
এদিন ফোঁটা নিয়ে সাংসদ সৌগত রায় বলেন, “চন্দ্রিমাদি ফোঁটা দিলেন। তাঁর এই উদ্যোগ আমার ভাল লেগেছে। আমার কোনও দিদি বা বোন নেই। চন্দ্রিমাদি সেই অভাব পূরণ করলেন।” তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেস একটা পরিবার। সবাই মিলে আমরা ভাইফোঁটার অনুষ্ঠানে মেতে আছি।” সৌগত রায় চন্দ্রিমাকে দিদি বললেও চন্দ্রিমা তাঁকে দাদা সম্বোধন করে বলেন, “সৌগতদা আমাদের অভিভাবক হিসাবে আছেন। আমরা তাঁর কথামতো কাজ করা চেষ্টা করে থাকি।” বিরোধী নেতাদের উদ্দেশ্যেও বার্তা দেন অর্থমন্ত্রী। “ঈশ্বর আপাদের মঙ্গল করুন। যেমন ইচ্ছে বিরোধিতা করুন। আমরা সেই বিরোধিতা অতিক্রম করে দিদির নেতৃত্বে এগিয়ে যাব”, জানান চন্দ্রিমা।