ফের নয়া গুঞ্জনের আবির্ভাব বাংলার রাজনৈতিক আঙিনায়। মমতা-মুকুল সমীকরণে মিলল নতুন ইঙ্গিত? বৃহস্পতিবার কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন মুকুল রায়। উল্লেখ্য, এই তালিকায় এবার কাটছাঁট করা হয়েছে। সদ্য মুকুলের বাড়িতে তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতারা যাতায়াত করছেন। তাতে নানান জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি বিজয়া সারতে মমতার বাড়িতে দেখা গিয়েছিল মুকুল রায়কে। একুশের নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন মুকুল রায়।
প্রসঙ্গত, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বড় আকারে ভাইফোঁটা আয়োজিত হত। কারণ ভাই-বোন, তাঁদের ছেলেমেয়ে, নাতি-নাতনি মিলিয়ে তাঁর বড় পরিবার। তাই ভাইফোঁটা জমজমাট হয়ে উঠত। সঙ্গে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকায় সেটা আরও জমকালো হয়ে উঠেছিল। তাঁর বাড়িতে ভাইফোঁটায় নিমন্ত্রিত থাকেন দলের অনেক ভাই। ২০১৯ সালে দেখা গিয়েছিল ওই তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারীও। এমনকী সেবার রাজ্যপাল জগদীপ ধনকরকেও ভাইফোঁটায় আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার সেই তালিকা থেকে কাটা গিয়েছে অনেকের নাম। ২০১৯ সালে যে লম্বা তালিকা দেখা গিয়েছিল, তার প্রায় ৯০ শতাংশই এবার বাদ । আর সেখানে মুকুলের এই অন্তর্ভুক্তিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।