যাবতীয় পূর্বাভাস মিলিয়েই সোমবার শুরু হয়ে গেছে সিত্রাংয়ের প্রভাব। এদিন সকাল থেকেই যেমন উত্তাল সমুদ্র। তেমনি সকাল থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ শহরতলী এলাকা। সল্টলেকেও শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব। বইছে ঝোড়ো হাওয়া। আর সেই হাওয়ার দাপটেই ভেঙে পড়ল মাছের বাজারের একের পর এক দোকান। ঘটনায় আহত হলেন একাধিক মাছ ব্যবসায়ী।
জানা গিয়েছে, কালীপুজোর সকালে সল্টলেকের বৈশাখির অন্যতম ব্যস্ত মাছের বাজারের একাধিক দোকান আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে। প্রায় ২০ থেকে ২২টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। আহত হন পাঁচ থেকে ছয়জন মাছ ব্যবসায়ী। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃষ্টি ও হাওয়ার দাপটের জেরেই এই দুর্ঘটনা ঘটে।