ধনীরা নানা সুবিধা পেয়ে থাকেন অথচ আমজনতা সুবিধা পেলেই দোষ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলি যে ভাবে বিনামূল্যে বিদ্যুৎ এবং অন্যান্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, শনিবার তার সমালোচনা করে আবার কটাক্ষ করেছিলেন মোদী। কেজরি সেই মন্তব্যেরই ব্যাখ্যা চেয়েছেন।
টুইটারে মোদীর ওই মন্তব্যের একটি ভিডিয়ো পোস্ট করে কেজরিওয়াল জানতে চেয়েছেন, ‘আমজনতাকে বিনামূল্যে পরিষেবা দিতে অসুবিধা কোথায়? দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে রয়েছেন। তাঁরা যদি বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ বা চিকিৎসা পরিষেবা পান, তাতেই বা সমস্যা কি?’
মোদী এই ধরনের বিনামূল্য পরিষেবাকে আমজনতার হাতে তিলের নাড়ু ধরানোর সঙ্গে তুলনা করেছিলেন। আসলে প্রধানমন্ত্রী বলতে চেয়েছিলেন, জনতাকে এই সুবিধা দিয়ে ছেলেভোলানো হচ্ছে। তার বিরোধিতা করেই কেজরিওয়াল লেখেন, ‘দেশের রাজনীতিবিদরা অজস্র সুবিধাভোগ করেন। এমনকি ধনীরা ঋণ নিয়ে কোটি কোটি টাকা ছাড় পান সরকারি ব্যাঙ্ক থেকে। আমজনতাকে দেওয়া সুবিধাকে তিলের নাড়ু বলে দয়া করে তাঁদের অপমান করবেন না।’