যাবতীয় পূর্বাভাস মিলিয়েই সোমবার শুরু হয়ে গেছে সিত্রাংয়ের প্রভাব। এদিন সকাল থেকেই উত্তাল সমুদ্র। শুরু হয়েছে বৃষ্টিও। এই অবস্থায় পর্যটকদের সমুদ্রে নামা থেকে আটকাতে কোমর বেঁধে তৈরি প্রশাসন।
দীঘা, মন্দারমণি-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার সকাল থেকে শুরু হয়ে গেছে ঝিরঝির বৃষ্টি। অমাবস্যার ভরা কোটাল তো রয়েইছে, দোসর সূর্যগ্রহণ। এর সঙ্গে সিত্রাংয়ের ত্রিফলায় কালীপুজোর দিন সকাল থেকেই সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। সোম ও মঙ্গলবার পর্যটকদের সমুদ্রস্নানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের তরফ থেকে ক্রমাগত মাইকিং করে জানানো হচ্ছে সে কথা।
ইতিমধ্যেই এনডিআরএফ এসটিআরএফ কর্মীরা পৌঁছে গিয়েছেন তাজপুর, মন্দারমণি, খেজুরি নন্দীগ্রাম সহ উপকূলের বিস্তীর্ণ নিচু জায়গা গুলিতে। রয়েছেন গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের কর্মীরাও। দীঘাতে রয়েছেন জেলাশাসক সভাধিপতি সহ অন্যান্য জেলার কর্তাব্যক্তিরা। উপকূলের ব্লগগুলিতে ইতিমধ্যেই কন্ট্রোলরুম প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন উদ্ধারকেন্দ্রও তৈরি রাখা হয়েছে।