সাধারণত বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম কমলে পেট্রোল-ডিজেল সস্তা হয়। কিন্তু মোদী জমানায় বারবার উলট পুরাণের সাক্ষী থেকেছে দেশ। তাই জ্বালানির দামের থেকে রেহাই নেই সাধারণ মানুষের। এমনকী দীপাবলির দিনেও কমল না দাম। বিশ্ব বাজারে অশোধিত তেলের দর রয়েছে ৯৩ ডলার প্রতি ব্যারেলের পাশাপাশি। যদিও তার কোনও প্রভাব নেই দেশীয় বাজারে। কলকাতা-সহ দেশের অন্য শহরে জ্বালানির দাম রয়েছে চড়াই।
দেশের মেট্রো শহরের মধ্যে একমাত্র দিল্লী বাদে অন্য সব শহরেই পেট্রলের দাম রয়েছে ১০০-র বেশি। এর মধ্যে মুম্বইতে দাম সর্বোচ্চ। তবে শুধুমাত্র মেট্রো শহর নয়, তুলনায় দাম বেশি রয়েছে হায়দরাবাদ-সহ একাধিক শহরে। সারা দেশের মধ্যে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় পেট্রলের দাম সবচেয়ে বেশি। এই শহরে লিটার প্রতি পেট্রল রয়েছে ১১৩ টাকা। গত ১৫০ দিনেরও বেশি সময় ধরে এই দামই বজায় রয়েছে শ্রী গঙ্গানগরে।