মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে থাকা শিবসেনার ৪০ বিধায়কের ২২ জন বিজেপিতে যোগ দিতে চলেছেন। এমনই দাবি করেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবিরের হাতে থাকা দলের মুখপাত্র সামনা। তাঁদের সম্পাদকীয়তে বলা হয়েছে, একনাথ এখন নামেই মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশই সরকার চালাচ্ছেন। তাঁর কথাতেই পুলিশ-প্রশাসন চলছে।
প্রসঙ্গত, গত জুনে শিবসেনা ভেঙে ৪০ জন বিধায়ক নিয়ে বেরিয়ে এসে বিজেপির হাত ধরে মহারাষ্ট্রে সরকার গড়ছেন উদ্ধব মন্ত্রিসভার সদস্য একনাথ শিন্ডে। গোড়ায় ঠিক হয়েছিল, ১০৯ বিধায়কের দল বিজেপির ফডনবিশ হবেন মুখ্যমন্ত্রী। একনাথ হবেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু শপথ অনুষ্ঠানের মুখে সেই ফরমুলা বদলে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হন ৪০ বিধায়কের নেতা একনাথই।
শুধু সামনার সম্পাদকীয়’র দাবি নয়, মহারাষ্ট্রে বিগত কয়েক মাসের রাজনীতি এবং সরকার পরিচালনার ধারা পর্যবেক্ষণ করে অনেকেই মনে করছেন, সরকারে একনাথ এখন পুতুল মাত্র। সব ক্ষমতা বিজেপির ফডনবিশের হাতে। ঘন ঘন দিল্লি গিয়ে রাজ্যের জন্য গুচ্ছ পরিকল্পনা আদায় করে এনে তিনি এখন সব মহলেই তুমুল জনপ্রিয়। দল নির্বিশেষে বিধায়ক, সাংসদ থেকে সাধারণ মানুষ তাঁর কাছে ছুটছেন দাবিদাওয়া নিয়ে। বণিক সমাজ, শিল্পপতিরা তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেতে মুখিয়ে থাকছেন। উপ মুখ্যমন্ত্রীর চেম্বারের বাইরে ভিজিটরের ভিড় লেগেই থাকছে।