এবার ফের ভাঙনের আশঙ্কা গেরুয়া শিবিরে। সাংবাদিক বৈঠক করে বিজেপির পদ ছেড়েছেন যাঁরা, এবার নন্দীগ্রামের সেই বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বাড়িতে হাজির হলেন তৃণমূল নেতারা! তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন নন্দীগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি সহ শাসক নেতারা।
নন্দীগ্রামের দুই বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়দেব দাস এবং বটকৃষ্ণ দাসের বাড়িতে যান নন্দীগ্রামের ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ সহ স্থানীয় তৃণমূল নেতারা। বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে দুপক্ষের তরফে দাবি করা হলেও রাজনৈতিক মহলের দাবি, খুব শীঘ্রই এই দুই বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে চলেছেন।